কলকাতা

এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নয়া চেয়ারম্যানের পদ শান্তনু সেন, সরানো হল নির্মল মাজিকে

এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরানো হল মন্ত্রী ও ডাক্তার নির্মল মাজিকে । সেই পদে নিয়ে আসা হচ্ছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনকে। আজই এই বদলির নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দপ্তর। একই দলে থাকলেও, ডাক্তার নির্মল মাজি এবং ডাক্তার শান্তনু সেন পৃথক গোষ্ঠীর বলেই পরিচিত। এর আগে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) পশ্চিমবঙ্গ শাখার নির্বাচনকে কেন্দ্র করে এই দু’জনকে একে অন্যের বিরুদ্ধে আদালতের যেতেও দেখা গেছে। ডাক্তার নির্মল মাজি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি । একইসঙ্গে তৃণমূল সমর্থিত চিকিৎসকদের সংগঠনেরও সভাপতি তিনি।