দেশ

এনসিসি-র অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর মুখে সিএএ

বেলুড়ের রামকৃষ্ণ মঠেও যা করেছিলেন। এবার দিল্লিতে এনসিসি–র অনুষ্ঠানে যোগ দিয়েও তাইই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনও এনসিসি–র সদস্যদের অভিনন্দন জানানোর সঙ্গেই সিএএ নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন তিনি। মোদি বললেন, ‘‌সিএএ আনা হয়েছে একটা কাগজের টুকরোর উপর দাগ কেটে দেশ ভাগের সময় হওয়া ঐতিহাসিক অন্যায়কে ঠিক করতে। যারা সেসময় স্বাধীন ভারত শাসন করেছিলেন তাঁরাই বিভাজন মেনেছিলেন। নেহরু–লিয়াকত চুক্তি ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলেছিল। একই কথা বলেছিলেন গান্ধীজিও। সরকার সিএএ এনেছে ভারতের সেই প্রতিশ্রুতিকে পূর্ণ করতে। যারা সিএএ নিয়ে ভীতি ছড়াচ্ছে তারা পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচারটা দেখতে পাচ্ছে না। ওই শরণার্থীদের কি আমাদের সাহায্য করা উচিত নয়?‌ কিছু দিন আগে পাকিস্তানি সেনার একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, যেখানে স্পষ্ট উল্লেখ ছিল নিকাশির সাফাইকর্মীর জন্য শুধু অ–মুসলিমরাই আবেদন করতে পারবে।’‌