কলকাতাঃ এবার রাজ্য জুড়ে তামাক বা নিকোটিন যুক্ত গুটকা এবং পান মশলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। আগামী ৭ই নভেম্বর থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য রাজ্যের সমস্ত জায়গায় তামাক যুক্ত গুটকা ও পান মশলা উত্পাদন, সংরক্ষণ ও বিক্রয় সমস্ত কিছুই পুরোপুরি বন্ধ থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।