কলকাতা

এবার ছটপুজোয় শব্দবাজির তাণ্ডব রুখতে আরও কড়া প্রশাসন

আজ ছটপুজো । গঙ্গা এবং বিভিন্ন জলাশয়ে পুজো সারবে মানুষ । ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে সেটা কেউ কোনওভাবেই তেমনটা না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার । কলকাতা পুলিশের সদর দপ্তর সূত্রে খবর, আজ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে রবীন্দ্র সরোবরে । রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনের বদলে বারোটি অতিরিক্ত ঘাটে ছটপুজোর ব্যবস্থা করা হচ্ছে । শহরের বিভিন্ন ঝিল, পুকুর, গঙ্গাঘাট মিলিয়ে মোট ১০০ টি জায়গায় পুলিশি নিরাপত্তায় থাকছে । গঙ্গার প্রতিটি ঘাটে ডিসি পদমর্যাদার একজন করে অফিসার থাকবেন । শহরের বিভিন্ন স্থানে মোট ২০ টিরও বেশি বাড়তি সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে লালবাজার । ৪৮ টি ঘাটে থাকবে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । এছাড়াও বিভিন্ন পুকুরে থাকবে ২১টি ডিজিএম গ্রুপের টিম । তৈরি থাকছে রিভার ট্রাফিক পুলিশও । ছটে সবথেকে বড় সমস্যা নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার । সঙ্গে শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজান । সেটি যেকোনওভাবে ঠেকাতে চাইছে পুলিশ । কালীপুজোর শোভাযাত্রায় ডিজে বাজেয়াপ্ত করে আগেই বার্তা দিয়েছে পুলিশ । ডিজে মালিকদের কাছে বার্তা পৌঁছে গেছে কোনোভাবেই যন্ত্রগুলি ভাড়া না দেওয়ার । ভাড়া দিলে সেটি বাজেয়াপ্ত করবে পুলিশ । সেই সূত্রে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ৩০০ টি পুলিশ পকেট থাকবে । সঙ্গে টহল দেবে রেডিয়ো ফ্লাইং স্কয়্যাড, পিসিআর ভ‍্যান ।