দেশ

এলাকায় জলের সমস্যার কথা বলতে গিয়ে বিজেপি বিধায়কের লাথি খেলেন বিরোধী মহিলা নেত্রী

এলাকায় জলের সমস্যা। এই অভিযোগ জানানো হয়েছিল বিজেপি বিধায়ককে। এটুকুই তাঁর অপরাধ। এই বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছিলেন তিনি। আসলে জনগণের প্রতিনিধি হয়ে এই সমস্যা তুলে ধরেছিলেন। পরিবর্তে বিজেপি বিধায়কের কাছ থেকে জুটল লাথি ও ঘুসি। আর যাঁকে মারলেন এই বিজেপি বিধায়ক তিনি এনসিপি-র মহিলা নেত্রী। ঘটনার ভিডিও ভাইরাল নেটে। রাজ্য তথা জাতীয় রাজনীতিতেও এই খবর এখন জায়গা করে নিয়েছে। কারণ মহিলা নেত্রীকেই যদি লাথি ও ঘুসি খেতে হয়, তাহলে সাধারণ মানুষ সমস্যা ‌বললে না জানি কি হত!‌ গুজরাটের এই বিজেপি বিধায়কের নাম বলরাম থাওয়ানি। আর এনসিপি নেত্রীর নাম নীতু তেজওয়ানি। রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেত্রীর সঙ্গে এহেন আচরণ শুধু বিরলই নয়, অমানবিক বলেও মনে করছেন অনেকে। এই ঘটনায় বিজেপি বিধায়কের নামে থানায় অভিযোগও দায়ের হয়েছে। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।