কলকাতাঃ করোনা মোকাবিলায় লকডাউন ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার করবে ১০ সদস্যের বাম প্রতিনিধি দল। আজ সাড়ে ৩টে নাগাদ নবান্নে বাম প্রতিনিধি দলকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এখন জল্পনা শুরু হয়েছে বাম প্রতিনিধি দল কী আর্জি নিয়ে যাচ্ছে মমতার কাছে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যসরকারকে সবরকম সাহায্য দেওয়ার কথা আগেই জানিয়েছিল বামেরা। এমনকি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ডিওয়াইএফআই এর তরফে চিঠি দেওয়া হয়েছিল অনুজ শর্মাকে।
ফাইল চিত্র।