নয়াদিল্লিঃ দিল্লিতে এক পিৎজা ডেলিভারি বয় করোনায় আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তিনি যে ৭২টি বাড়িতে পিৎজা ডেলিভারি করেছেন, তাঁদের পরিবারের সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, শেষ কয়েকদিন এদের প্রত্যেকের সংস্পর্শে এসেছিলেন ওই যুবক। জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির সাবিত্রী নগরের মালভিয়া নগরের বাসিন্দা ওই যুবক। শেষ প্রায় ২০ দিন ধরে জ্বর-সহ করোনার একাধিক উপসর্গ ছিল তাঁর। অসুস্থ অবস্থাতেও ১২ এপ্রিল পর্যন্ত অর্ডার অনুযায়ী বাড়ি বাড়ি পিৎজা ডেলিভারি দিয়েছেন তিনি। এরপর অবস্থা বেশি খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উপসর্গে সন্দেহ হতেই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট-এ করোনা পজেটিভ আসে।