দেশ

করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লিঃ শনিবার পর্যন্ত কোভিড-১৯ রোগে ভারতে মারা গিয়েছেন দু’জন। আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এবার ওই রোগকে ‘নোটিফায়েড ডিজাস্টার’ বলে ঘোষণা করক কেন্দ্রীয় সরকার। অর্থাত্‍ সরকার স্বীকার করে নিল, করোনা ভাইরাসের সংক্রমণ বিপর্যয়ের রূপ নিয়েছে। এবার বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ওই রোগে আক্রান্তদের সাহায্য করা হবে। মৃতদের নিকটাত্মীয়রা ক্ষতিপূরণ পাবেন। এদিন স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, যাঁরা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়রা ক্ষতিপূরণ পাবেন চার লক্ষ টাকা। ভারতে করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল করে দিয়েছে। দিল্লি সরকার কোথাও ২০০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে। দিল্লি ও হরিয়ানায় করোনাকে মহামারী ঘোষণা করেছে ওই ২ রাজ্যের সরকার। পাশাপাশি, মহারাষ্ট্র, রাজস্থান ও কর্নাটকেও সমস্ত স্কুল, সুইমিংপুল, জিম, প্রেক্ষাগৃহ, পার্ক বন্ধ রাখার জন্য শুক্রবার নির্দেশিকা জারি করেছে সরকার। 

https://twitter.com/PIBHomeAffairs/status/1238761852366012417