বিদেশ

করোনা ভাইরাসের প্রথম সন্ধান দেওয়া ডাক্তার লি ওয়েনলিয়াং সংক্রমণে মৃত

ডাঃ লি ওয়েনলিয়াং প্রথম ডাক্তার যিনি মারণ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন

প্রথম ডাক্তার, যিনি মারণ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন৷ সেই ডাক্তারেরও জীবন থামিয়ে দিল করোনাই৷ এই চিনা ডাক্তারের নাম লি ওয়েনলিয়াং৷ করোনাভাইরাস যে শীঘ্রই মহামারির আকার নিতে চলেছে, ডিসেম্বরে লি সতর্ক করেছিলেন৷ ৩৪ বছরের লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু হয়েছে ইউহানে৷ চিনের এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে৷ সবচেয়ে বেশি মৃতের সংখ্যাও ইউহানেই৷ চিনের ৮ জন ডাক্তার প্রথম সতর্ক করেন, করোনা ভাইরাস মহামারির আকার নিতে চলেছে৷ সেই ৮ জনের মধ্যে লি-ও একজন৷ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লি-এর হৃদস্পন্দন থমে যায়৷ প্রথম যখন ইউহানে একজনের মৃত্যু হয়, লি সতর্ক করেছিলেন, এই ভাইরাস কিন্তু মারাত্মক৷  চিনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাট-এ একটি গ্রুপে সর্বপ্রথম জানিয়ে ছিলেন লি৷ জানিয়ে দেন, এই ভাইরাস মারাত্মক৷ মুহূর্তে লি-এর মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় গোটা চিনে৷