বিদেশ

করোনা ভাইরাসে চিনের মৃতের সংখ্যা বেড়ে ১৩২

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে।এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার জন । চীন সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেই প্রতিবেদনে বলা হয়, হুবেই প্রদেশ থেকেই বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে চীনের হুবেই প্রদেশের উত্তরাঞ্চল থেকে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে চীনের বাইরে করোনা ভাইরাসে এখন পর্যন্ত কেউ মারা যাননি। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।