বিদেশ

করোনা ভাইরাসে চিনে এক দিনেই ৪৬ জনের মৃত্যু

করোনা ভাইরাসে চিনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে একদিনেই ৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি মানুষ। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা চীনসহ বিশ্বে প্রায় ১২ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ চীনের সঙ্গে বিমান ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেইজিং সরকার এর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ চীন সফররত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০২ জন বেড়ে ১১ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৪৬ জন বেড়ে ৩০৪ জনে পৌঁছেছে। চীনের বাইরে বিশ্বে ১৩৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হুবেই প্রদেশে নববর্ষের ছুটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এমনকি জনসমাগম এড়াতে বিবাহও নিষিদ্ধ করা হয়েছে সেখানে। যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৩০ কোটির বেশি মুরগি মৃত্যুর পথে।