করোনা মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দল। নেপালে করোনা আক্রান্তের হদিশ মেলায় সতর্ক রাজ্য প্রশাসনও। নেপাল সীমান্তে বিশেষ চেকপোস্ট খুলল স্বাস্থ্য দফতর। করোনা নিয়ে পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যে বিশেষ নজর। রবিবার কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞ দল। বিমানবন্দরের পাশাপাশি পার্শ্ববর্তী হাসপাতালের পরিকাঠামোও খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। আশপাশের হাসপাতালগুলির পরিকাঠামোও খতিয়ে দেখবেন তাঁরা। করোনার উপসর্গ ধরা পড়লে কী করতে হবে, তারও নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রোগীকে পাশ্ববর্তী সরকারি হাসপাতালে ভরতি করার ব্যবস্থা থাকবে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড থাকতে হবে। কলকাতা বিমানবন্দরে এ ধরণের রোগী শনাক্ত হলে বেলেঘাটা আইডি’তে নিয়ে আসা হবে। বেলেঘাটা আইডিতে ১৬ বেডের আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।