কলকাতা

করোনা মোকাবিলায় পার্থ-ফিরহাদ-চন্দ্রিমাদের নিয়ে ক্যাবিনেট কমিটি মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সক্রিয় আর কোনও মন্ত্রীকেই দেখা যায়নি। কিন্তু সোমবার দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদও যখন শেষ হতে চলল, মুখ্যমন্ত্রী জানালেন, করোনা মোকাবিলায় তিনি একটি ক্যাবিনেট কমিটি গঠন করে দিয়েছেন। কারণ, তাঁর আরও কাজ রয়েছে। আইনশৃঙ্খলা ইত্যাদি দেখতে হবে। এদিনই সকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রধানমন্ত্রী আজ বলেছেন, কোথাও খুব বেশি সংখ্যায় আক্রান্ত হলে তাদের যেমন খারাপ বলা যাবে না, কোথাও সংক্রমণ কম ছড়ালে তাদের মহত্‍ বলাও যাবে না। এরই পরই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন ক্যাবিনেট কমিটিই এর পর থেকে গেটা বিষয়টা দেখবে। কমিটির মাথায় থাকবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁরা ছাড়া মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবও এই কমিটিতে থাকবেন।