বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হলেন রাজ চক্রবর্তী

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ জল্পনাটা শোনা গিয়েছিল আগেই। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীকে কলকাতা চলচ্চিত্র উৎসবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্ন থেকে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই নতুন চেয়ারম্যান হিসাবে রাজ চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে। যিনি ইদানিং নানা কারণে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন বলে চলচ্চিত্র মহলের দাবি। প্রসেনজিৎ কে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হবে এই গুঞ্জন অবশ্য বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। সম্প্রতি কমিটির বেশ কিছু বৈঠকে তার অনুপস্থিতিকে কেন্দ্র করে এই জল্পনা আরো গতি পায়। পাশাপাশি ওই তারকা অভিনেতার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ছে বলে টলি পাড়ায় জল্পনা রয়েছে। দিন কয়েক আগে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গেও কথা হয়েছে প্রসেনজিতের। যদিও সেটা নেহাত সৌজন্য স্বাক্ষাৎ বলে দাবি করেছেন তারকা অভিনেতা। এই সব কারণ মিলিয়েই চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরে যেতে হল বলে ওয়াকিবহাল মহলের অভিমত। তবে চেয়ারম্যান পদ থেকে সরালেও উপদেষ্টা কমিটিতে তাকে রেখে দেওয়া হয়েছে। অপর্ণা সেন কেও এবার উপদেষ্টা কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন অপর্ণা। কিন্তু মাঝখানে দূরত্ব তৈরি হয়। শাসক দল তৃণমূল কংগ্রেসের টলিপাড়ায় আধিপত্য কায়েম করার বিরুদ্ধে সরব হন তিনি। কিন্তু সম্প্রতি পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। সহিষ্ণুতা ও গণপিটুনি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অপর্ণা সেন। ভাটপাড়ায় ভোট পরবর্তী অশান্তি সময় মুখ্যমন্ত্রীর সামনে নবান্নে আলোচনায় বসেছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কের বরফ অনেকটা গলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ওই কমিটিতে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, রঞ্জিত মল্লিক, কৌশিক গাঙ্গুলী, শ্রীজিৎ মুখার্জী ও অরিন্দম শীল।