ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। আজকেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে গভীর এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রথমে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে তা মায়ানমার উপকূলে প্রবেশ করবে। গভীর নিম্নচাপের সঙ্গে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়াও থাকবে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ কলকাতায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তর পাশাপাশি দক্ষিণ উড়িষ্যাতে আরও একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড় হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল থেকে। নদীয়া, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।