বিদেশ

কাঁটাতারে আটকে ইলিশ

ঢাকা: পুজোর আগেই শহরে ঢোকার কথা ছিল বাংলাদেশের ইলিশ। কিন্তু প্রথম ধাপেই আইনি গেঁড়োয় আটকে গেল প্রায় ২৪ মেট্রিক টন ইলিশ। বেলাপোল-হরিদাসপুর স্থলবন্দর দিয়ে এই ইলিশ ঢোকার কথা ছিল। জটিলতার মাঝে পড়ে সীমান্তেই দাঁড়িয়ে রয়েছে ইলিশ ভর্তি গাড়িগুলি।প্রায় সাত বছর পর এই প্রথমবার বিনা শুল্কে বাংলায় আসার কথা ছিল পদ্মার ইলিশ। জানা গিয়েছে, বাংলাদেশের টাকায় ৫০০ টাকা কেজি দরের মাছ রাজ্যে ৪৩০ টাকায় মিলবে। রবিবারই রাজ্যে ঢুকে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে সেই ইলিশ রয়েছে কাঁটাতারের ওপারেই। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো সুপার আজিজুল রহমান জানান, ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। তারপরও অবশ্য ভারতে ঢুকতে পারেনি সেই ইলিশ ভর্তি গাড়িগুলি। যার কারণ হিসেবে আইনি জটিলতাকেই কাঠগড়ায় তোলাহচ্ছে। তবে সেই জটিলতা মিটে গেলে আজ সোমবার বা মঙ্গলবারের মধ্যে বাংলায় ঢুকে যাবে ইলিশ।