কলকাতা

কাজে ফিরলেন এনআরএসের পরিবহ

কলকাতাঃ কাজে ফিরলেন চিকি‍ৎসক পরিবহ মুখোপাধ্যায়। মহাষষ্ঠীর সন্ধ্যায় সদ্যোজাতকে হাতে রাখা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই তাঁর সহপাঠী, সহকর্মী এবং তাঁর প্রিয়জনেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবহ মুখোপাধ্যায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন। অর্থা‍ৎ তিনি এখন পড়ুয়া চিকি‍ৎসক। হাসপাতাল সূত্রে জকানা গিয়েছে, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে তিনি নিয়মিত ওয়ার্ডে ডিউটি নিজের কর্তব্য পালন করছে। একইসঙ্গে জানা গিয়েছে, এখন ভাল আছেন এই পড়ুয়া চিকি‍ৎসক।প্রসঙ্গত, গত ১০ জুন ট্যাংরার বাসিন্দা ৭০ বছরের মহম্মদ শাহিদের মৃত্যু হয়। এরপরেই কর্তব্যরত চিকি‍ৎসক এবং পড়ুয়া চিকি‍ৎসকদের সঙ্গে রোগীর পরিবারের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময়ই মহম্মদ শাহিদের পরিবারের তরফে ছোঁড়া ইটে পরিবহ মুখোপাধ্যায়ের খুলির হাড়ে চিড় ধরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার হয় তাঁর।তবে এখানেই বিষয়টি শেষ হয়নি। সেদিনের ঘটনা দাবানলের মত ছড়িয়ে পড়ে গোটা দেশে। এনআরএসের চিকি‍ৎসকরা কর্মবিরতি শুরু করেন। তাঁদের পাশাপাশি শহরের আরও চারটি মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু হয়। পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যায়। এমনকি চিকি‍ৎসক নিগ্রহের প্রতিবাদে রাস্তায় নামেন দেশের বিভিন্ন প্রান্তের চিকি‍ৎসকরা। কালা দিবস পালন করে মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া। এমনকি রেশ কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়।