কলকাতা

কালীঘাটে বিশেষ বৈঠক করলেন মমতা-চন্দ্রবাবু

আজ বিকেলে কালীঘাটের বাড়িতেই টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় বলে জানা গিয়েছে। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি না হয়েই এ দিন মুখ্যমন্ত্রী বাসভবন থেকে রওনা দেন চন্দ্রবাবু। তবে, সূত্রের খবর, ২৩ মে-র ফলাফল পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের। সব রকমের সম্ভাব্য পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। অবিজেপি ও আঞ্চলিক দলগুলিকে এক সুঁতোয় বাঁধতে আর কয়েক দফা আলোচনা চালিয়ে যাবেন চন্দ্রবাবু। জানা যাচ্ছে, অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক করবেন চন্দ্রবাবু নায়ডু। ভোট শেষ হওয়ার আগে থেকেই বিরোধী জোটের মধ্যে সমন্বয় সাধনের কাজ শুরু করে দেন চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক থেকে শুরু করে উত্তরপ্রদেশে মায়া-অখিলশের সঙ্গে বৈঠক, দিল্লিতে অন্য নেতাদের সঙ্গে আলোচনার পর এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এসেছেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠকে বসেন। তাঁর বিশ্বাস বিরোধীরাই এবার সরকার গড়বে, হারতে চলেছেন মোদি, যতই বুথ ফেরত সমীক্ষা দেখাক, তা বিশ্বাসযোগ্য নয়।