বিদেশ

কাশ্মীরকে টার্গেট করে আবার কাজ শুরু জঙ্গি ঘাঁটি বালাকোটে

ইসলামাবাদ: মাত্র সাত মাস আগেই বালাকোটে পাক জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয় দিয়ে এসেছিল ভারতীয় বায়ুসেনা। এবার কাশ্মীরে আক্রমণ চালাতে ফের সেই জঙ্গিঘাঁটিতে নতুন করে শুরু হল ট্রেনিং পর্ব। সূত্রের খবর, অন্তত ৪০ জন জঙ্গিকে ট্রেনিং দেওয়ার কাজ চলছে সেই বালাকোট। তবে সবার দৃষ্টি এড়াতে বেনামেই চলছে কাজকর্ম।বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঈশ জঙ্গিদের ঘাঁটিতে আঘাত করেছিল বায়ুসেনা। সূত্রের খবর সেই জঙ্গি ঘাঁটি নতুন করে জেগে উঠেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতেই সেই ঘাঁটিতে নতুন করে সক্রিয় হয়েছে জঙ্গিরা।বালাকোটে প্রায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কাশ্মীরে হামলা চালানোর জন্য। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে জঙ্গি মদত শুরু করে। বালাকোটের ঘাঁটি সক্রিয় করার নেপথ্যেও সেই মদতই কাজ করছে।পুলওয়ামা হামলার পর বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরের বায়ুসেনার যুদ্ধবিমান প্রায় ১০০টি বোমা ফেলে নিশ্চিহ্ন করে দিয়েছিল জইশের জঙ্গি ঘাঁটি। এই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। পাকিস্তান প্রথম থেকেই সেই হামলায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে আসছে।কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই প্রকাশ্যে ভারতে জঙ্গি হামলা চালানোর মদত দিয়ে চলেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন পুলওয়ামার মতো জঙ্গি হামলা হতে পারে ভারতে।