দেশ

কাশ্মীরে খতম ২ জঙ্গি

ফের রাতভোর উত্তপ্ত সীমান্ত। ভারতীয় সেনার হাতে নিকেশ ২ জঙ্গি। অনন্তনাগের বিজবেহরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত দুই লস্কর-ই-তইবা জঙ্গি। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। সিআরপিএফ, সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এলাকা ঘিরে রেখেছে। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি চলছে ৷

ফাইল চিত্র।