জেলা

কেএমডিএ ও মধ্যমগ্রাম পুরসভার যৌথ উদ্যোগে বাড়িতে বসলো জলের মিটার

উত্তর ২৪ পরগণাঃ জলের অপচয় রুখতে কেএমডিএর সঙ্গে যৌথভাবে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি প্রত্যেক বাড়িতে জলের মিটার বসাবে। ইতিমধ্যেই মধ্যমগ্রাম পুরনিগম পাইলট প্রজেক্ট হিসাবে তাদের ১৪টি ওয়ার্ডের ২০০০টি বাড়িতে এই জলের মিটার বসিয়েছে। লক্ষ্য একটাই কোনওভাবেই যেন পানীয় জল অপচয় না হয়। অন্যান্য সমস্ত পরিবারগুলিও পর্যায়ক্রমে জলের মিটার পাবে বলে জানা গিয়েছে। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ এবং স্থানীয় বিধায়ক বলেন, ‘‌এলাকায় প্রজন্ম ও জলের দাবি নিয়ে কোনও সমতা নেই। এই ব্যবধানটি পূরণ করতে এবং জলের হ্রাস কমানোর ব্যবস্থা করার জন্য পরীক্ষামূলকভাবে জলের মিটার স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে মূল লক্ষ্য হল পানীয় জলের অপচয় রোধ করা।’‌ মধ্যমগ্রামের বিভিন্ন ওয়ার্ডের মানুষ তাঁদের খুশি জাহির করেছেন এবং পুরসভাকে ধন্যবাদ দিয়েছেন।