যারা সিএএ-র বিরুদ্ধে বিরোধিতা করে সম্পত্তি নষ্ট করেছিল তাদের কুকুরের মত গুলি করে মারা উচিত। রবিবার নদিয়ার রানাঘাটে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই দিলীপের এই মন্তব্যের সমালোচনা করেছেন তাঁর দলেরই সাংসদ বাবুল সুপ্রিয়। এবার অন্য দলের আক্রমণের মুখেও পড়লেন দিলীপ । তাঁকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিৎ কেন্দ্রীয় সরকারের।” তাঁর কথায়, ‘‘সরকারি সম্পত্তি নষ্টের কথা প্রথম বলেছেন দিলীপ ঘোষই। কোনও সম্পত্তি নষ্ট করা উচিৎ নয়। উনিই উস্কানিমূলক কথা বলছেন। কেন্দ্র সরকারের উচিত, ওঁকে প্রথম গুলি করে মারা উচিত। বাস পুড়িয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে, থানা ভাঙচুর করেছে ওঁরা। সরকারি সম্পত্তি নষ্টের মূলে দিলীপ ঘোষ। ভদ্রতা জানে না’’।