দেশ

কয়েক লক্ষ কর্মী ছাঁটাই করতে চলেছে রেল!

২৭ জুলাই রেলের সব জোনাল আধিকারিকদের কাছে এই নির্দেশনামা পৌঁছে গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে ৯ অগাস্টের মধ্যে যাবতীয় তথ্য কেন্দ্রীয় রেল মন্ত্রকে পাঠাতে হবে। সব দিক খতিয়ে দেখে এবং বিচার বিবেচনা করে ১৩ লাখ কর্মী সংখ্যা এক ধাক্কায় ১০ লাখে নামিয়ে আনতে চাইছে রেলমন্ত্রক। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ কর্মীর ভার এবার ঝেড়ে ফেলতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। তড়িঘড়ি তাই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে যেসব কর্মীেদর বয়স ৫৫ বছর হয়ে গিয়েছে তাঁদের আর কষ্ট দেবেন না তিনি। আগাম অবসর দিয়ে বিদায় জানাবেন। এতে সংস্থার কর্মী ভারও কমবে আবার কর্মীর কর্মভারও লঘু হবে।তাই ২০২০ সাল পর্যন্ত যাঁদের কর্মজীবন ৩০ বছর হয়ে যাচ্ছে তাঁদের একটি তালিকা চেয়ে পাঠিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। একই সঙ্গে যেসব কর্মীদের বয়স ৫৫ বছর হয়ে গিয়েছে তাঁদেরও তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এছাড়াও রেলের সব জোনাল ম্যানেজারদের তাঁদের কর্মীদের দক্ষতার একটি রিভিউ পাঠাতে বলা হয়েছে।কর্মীদের শারীরিক এবং মানসিক দক্ষতা কী রকম রয়েছে সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। এমনকী কর্মীদের হাজিরার উপরেও এবার কড়া নজরদারি চালানো হচ্ছে। তার সঙ্গে খতিয়ে দেখা হবে তাঁরা সময়ে দফতে আসছেন কিনা এবং আচরণ কী রকম।