আজ গণবিবাহের আসরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদার আটমাইল এলাকায় ৷ ঝাড়খণ্ড দিশম পার্টির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে আয়োজকদের ৷ ঘটনাস্থানে গিয়ে পাথরের আঘাতে জখম হন এক পুলিশকর্মী ৷ আজ বিশ্বহিন্দু পরিষদের ধর্মপ্রসার বিভাগ মালদা জেলা শাখার তরফে পুরানো মালদার আটমাইল ধূমাদিঘি হাটে ও খেড়িবাড়ি গ্রামে গণবিবাহের আয়োজন করা হয় ৷ ধূমাদিঘি হাটে প্রায় ১৩৩ যুগল গণবিবাহে অংশ নেয় ৷ এরপর গণবিবাহের কাজ শুরু হয়৷ কিন্তু, অনুষ্ঠান শুরুর পর আটমাইল স্ট্যান্ডে ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বে সশস্ত্র আদিবাসীরা জমায়েত হতে থাকে৷ সেই খবর পেয়ে পুলিশ ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলে ৷ ঝাড়খণ্ড দিশম পার্টির সদস্যদের অভিযোগ, আদিবাসীদের জোর করে বিয়ে দিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে৷ সেই অভিযোগ পেয়েই পুলিশ গণবিবাহ আয়োজকদের ডেকে পাঠায় ৷ আয়োজকরা বোঝানোর চেষ্টা করে, আদিবাসী রীতি মেনেই বিয়ে হচ্ছে ৷ তারা শুধু আর্থিকভাবে দুর্বল মানুষদের পাশে দাঁড়িয়েছে ৷ যদিও আয়োজকদের কোনও কথা শুনতে রাজি হয়নি আদিবাসীরা ৷ প্রতিবাদে ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা । অনুষ্ঠানস্থলেও ঢুকে পড়ে কয়েকজন ৷ আয়োজকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা ৷ পরিস্থিতি বেগতিক দেখে এদিক-ওদিক পালাতে থাকে পাত্রপাত্রী সহ অন্যরা ৷ মণ্ডপেও ভাঙচুর চালানো হয় ৷ এরপর গণবিবাহের উদ্যোক্তারা ঝাড়খণ্ড দিশম পার্টির সদস্যদের তাড়া করে ৷ একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে ৷ পাথরের আঘাতে গুরুতর জখম হন এক পুলিশকর্মী৷ পরে মালদা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷