দেশ

গোরক্ষকদের হাতে নিহত মুসলিম কৃষকের বিরুদ্ধে চার্জশিট, নিন্দায় সমাজকর্মীরা

রাজস্থানে গোরক্ষকদের হাতে নিহত কৃষক এবং তাঁর পুত্রদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাজ্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গরু পরিবহনের অভিযোগ আনা হয়েছে। যদিও নিহত কৃষকদের ছেলেরা বলছেন, তারা নিয়ম অনুসরণ করেই গরু পরিবহন করেছেন। জানা গেছে, ওই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দাখিল করা হয়েছিলো। একটি চাষীকে পিটিয়ে হত্যার দায়ে এবং অন্যটি কৃষক ও তার ছেলেদের বিরুদ্ধে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে গরু পরিবহনের দায়ে। দ্বিতীয় মামলাটিতে শনিবার চার্জশিট দেয়া হয়। এ ব্যাপরে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, “এই মামলার তদন্ত বিজেপি সরকারের আমলে অতীতে করা হয়েছিল এবং অভিযোগপত্র তৈরি করা হয়েছিল। তদন্তের ক্ষেত্রে কোনও দ্বন্দ্ব পাওয়া গেলে মামলাটি পুনরায় তদন্ত করা হবে।”  উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিল। দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপর গরুবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার পথে একদল হিন্দুত্ববাদী যুবকের হামলার মুখে পড়েন গোপালক পেহলু খান। তাঁকে গরু পাচারকারী সন্দেহে ব্যাপক মারধর চলে। গণপিটুনির জেরে দিন দুই হাসপাতালে থাকার পর মৃত্যু হয় তাঁর। সঙ্গে থাকা দুই ছেলে অবশ্য প্রাণে বেঁচেছে। বেধড়ক মার খেতে খেতে পেহলু খান বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, তিনি গরু পাচার করছেন না। গরু নিয়ে নিজের খামারে যাচ্ছেন মাত্র। কিন্তু তাঁর সেই দাবিকে মান্যতা দেয়নি প্রহারকারীরা। ফলে যা হওয়ার তাই। স্রেফ সন্দেহের বশে পিটিয়ে মারার মতো নৃশংস এই ঘটনায় রেশ গড়ায় বহুদূর। চাপে পড়ে প্রহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। গ্রেপ্তারও করা হয়।

ঘটনার এতদিন পর রাজস্থান পুলিশ দুটি এফআইআর দায়ের করে আদালতে। ঘটনায় জড়িত ৮ জনের বিরুদ্ধে একটি এফআইআর। আরেকটি এফআইআর দায়ের হয়েছে পেহলু খান এবং তাঁর দুই ছেলের বিরুদ্ধে।