দেশ

চলতি বছরেই দেশে বন্ধ হয়েছে ৬ লক্ষ ৮০ হাজার কোম্পানি, জানালেন অর্থমন্ত্রী

চলতি অর্থবর্ষে সারা দেশে বন্ধ হয়েছে ৬ লক্ষ ৮০ হাজার কোম্পানি। দেশে শিল্পের অবস্থা সত্যিই শোচনীয়। যার মধ্যে সিংহভাগই মহারাষ্ট্র ও দিল্লীতে। গত ২৯ জুলাই সংসদ অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে (এমসিএ) প্রায় ১৯ লক্ষ কোম্পানির রেজিস্ট্রেশন নথিভুক্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৩৬ শতাংশ, অর্থাৎ ৬.৮ লক্ষ সংস্থা, যার অধিকাংশই মহারাষ্ট্র এবং দিল্লীতে অবস্থিত সেগুলি বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া বিগত কয়েক মাসের মধ্যে বাংলা ও তামিলনাড়ু রাজ্যের অর্ধেক সংস্থা বন্ধ হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহারাষ্ট্রের ১ লক্ষ ৪২ হাজার ৪২৫ টি এবং দিল্লীর ১ লক্ষ ২৫ হাজার ৯৩৭ টি সংস্থা বন্ধ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু ও বাংলা। এই প্রসঙ্গে সর্বভারতীয় ইংরেজি দৈনিক  একটি রিপোর্ট বলছে, যে সব সংস্থা ২ বছরের বেশি সময় আর্থিক বিবরণ বা বার্ষিক রিটার্ন জমা দেয়নি তাদেরকে কোম্পানিজ অ্যাক্ট, ২০১৩ র ২৪৮ (১) ধারায় অকেজো সংস্থা বলে ধরে নেওয়া হয়, সেই কারণেই এই সমস্ত সংস্থা বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে। ২০১৮ সাল থেকেই প্রচুর সংস্থা বন্ধ হচ্ছিল, চলতি বছরে সেই সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সর্বভারতীয় ইংরেজি দৈনিক প্রতিবেদনে প্রকাশ করেছে।

News Link –