দেশে ৩০০ টি ইলেকট্রিক চার্জিং স্টেশন বসাতে চলেছে টাটা মোটরস। চলতি বছরেই টাটা মোটরস এবং টাটা পাওয়ারের যৌথ উদ্যোগে পাঁচটি শহরে বসতে চলেছে এই চার্জিং স্টেশনগুলি। টাটা মোটরস এবং টাটা পাওয়ার জানিয়েছে যে, তাঁরা যৌথভাবে এই ব্যবস্থাপনা করবে। ৩০০ টি ফার্স্ট চার্জিং স্টেশন বসাবে তারা। দেশের বড় বড় পাঁচটি শহরে বসানো হবে চার্জিংস্টেশনগুলি। যেগুলির মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, পুনে, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ।