কলকাতা

‘চায়ে পে চর্চা’তে হেনস্থার শিকার দিলীপ ঘোষ, ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও

কলকাতাঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি ঘিরে সাতসকালেই উত্তপ্ত লেকটাউনের দক্ষিণদাঁড়ি। এদিন সকালে প্রতিদিনের মতই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। লেক টাউনে সকালের এক চা-চক্রে যোগদান করেন তিনি। তাঁকে হঠাতই কিছু স্থানীয় মানুষ তাঁকে ঘিরে ধরে এবং অভিযোগ উঠেছে তিনি আক্রান্ত হন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিলীপ ঘোষ লেক টাউনে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্লোগান তুলে বিজেপি কর্মী সমর্থকরাও বলেন ‘ভারত মাতা কি জয়’, ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’। শুক্রবার সকালে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে বিজেপির তরফে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, প্রথম থেকেই স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেয়। যদিও মন্ত্রী সুজিত বসু বলেন, যে সকাল বেলা স্কুলের টাইমে রাস্তা জুড়ে টেবিল পেতে চা চক্র করলে স্থানীয় মানুষরা সমস্যায় পড়েন। তখন স্থানীয় মানুষেরা দিলীপ ঘোষ ঘিরে বিক্ষোভ দেখান।