বিদেশ

চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়ালো, ভাইরাস থেকে বাঁচতে চলছে প্রাণী হত্যা

চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে।  করোনা ভাইরাস থেকে বাঁচতে চীনে নির্বিচারে চলছে পোষ্য হত্যা। চীনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে পোষা প্রাণীদের হত্যা করছেন বলে খবরে জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। করোনা ভাইরাস ছড়ানোর পর গতমাসে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ দাবি করেন, ভাইরাস প্রতিরোধে পোষা প্রাণীদেরও আলাদা করে রাখতে হবে। কারণ এদের থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছে।