দেশ

চেন্নাইতে করুণানিধির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে সরব মমতা

গত বছরের ৭ অগাস্ট প্রয়াত হন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি । মৃত্যুর এক বছর পর তাঁর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত হন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই অনুষ্ঠআনে যোগ দিয়ে ফের জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ  করেন

মমতা বন্দ্যোপাধ্যায় । বক্তৃতার কিছুটা অংশ আবার রাখেন তামিলেও । আজ করুণানিধির মূর্তি উন্মোচন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সবাই সত্যি উদ্বিগ্ন । অনেক সময়ই ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনও একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে । তবে কেউ যদি তামিলনাড়ুর

 বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে তাদের রাজ্যের মানুষের সঙ্গে আলোচনা করতে হবে । যদি তারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়, তবে তাদের রাজ্যের মানুষকে আস্থায় নিতে হবে ।”  মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, “আমার মনে হয় ফারুখ আবদুল্লাজির আজকে এখানে থাকা উচিত ছিল । কিন্তু তিনি

আসতে পারেননি । আমি গতকাল একটি ভিডিয়োয় দেখি তিনি কাঁদছিলেন । তিনি তাঁর মেয়ের বাড়িও যেতে পারছিলেন না ।”  প্রসঙ্গত, ফারুখ আবদুল্লা দাবি করেন তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে । তিনি ছাড়া কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার নিয়ে অভিযোগ তুলে সংসদে হট্টগোল করেন বিরোধীরা ।