জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ “বড় মানুষ হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। পাঁচশো বছর আগেও অখণ্ডতার কথা বলেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। এক সঙ্গে থাকার কথা বলেছিলেন তিনি” , শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এর উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুগ যুগ ধরে বাংলার মানুষ চৈতন্য দেবের সংস্কৃতিকে ধরে রেখেছেন। আজ তা ফুলে ফলে সমৃদ্ধশালী হয়েছে। বাংলায় সর্বধর্মের মানুষের উৎসব হয়।এখানে আমরা পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষার শিক্ষা দিয়ে থাকি। ইতিমধ্যেই আমরা সংস্কৃত বিশ্ববিদ্যালয় তৈরি করছি। আজকের এই অনুষ্ঠানমঞ্চ থেকে গৌড়ীয় মিশনকে একাধিক আর্থিক অনুদানের কথা ঘোষণা
করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, সরকারের তরফে ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে আরও ৫০ লাখ টাকা দেওয়া হবে বাগবাজার গৌড়ীয় মিশনকে। তিনি বলেন মিউজিয়ামকে আরও বড় করার জন্য একটা বাড়ি কিনে দেবে পুরসভা। যার জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকা খরচ হবে। সেখানে একটি তোরণ তৈরি করে দেওয়া হবে। এছাড়া রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এই মিউজিয়াম। যাতে আগামী দিনে এই স্থানটিকে পর্যটনক্ষেত্র হিসাবে তুলে ধরা যেতে পারে। আজ তিনি এশিয়ার প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এর উদ্বোধন করেন। বাগবাজারে দুর্গা পুজো প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, কলকাতা পৌরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, শশী পাঁজা, সুজিত বসু।