দেশ

জওয়ানদের একবিন্দু রক্তও বৃথা যেতে দেব না : অমিত শাহ

দিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতের মাটিতে কোনও রকম অনুপ্রবেশ বা সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করা হবে না, ফের স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ দিল্লিতে অল ইন্ডিয়া ম্যনেজমেন্ট অ্যাসোশিয়েশনের এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় এই কথা বলেন তিনি । শাহ বলেন, “দেশের জওয়ানদের একবিন্দু রক্তও বৃথা যেতে দেব না ।”কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই অমিত শাহ দেশের নিরাপত্তার বিষয়ে আপোস না করা কথা বলে আসছেন । আজ এই প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের নিরাপত্তার বিষয়ে কোনওরকম আপোস করবে না সরকার । দেশের এক ইঞ্চি ভেতরেও অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না আমরা । সার্জিকাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের পর থেকে বিশ্বের নজরে ভারতের অবস্থান আমূল পরিবর্তন হয়েছে । এখন সারা বিশ্ব ভারতের শক্তিকে স্বীকার করে ।” পাশাপাশি, কংগ্রেস আমলের স্বারাষ্ট্র নীতির সমালোচনাও করেন শাহ । এদিকে কাশ্মীর প্রসঙ্গেও বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, “5 অগাস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত কাশ্মীরে একটি গুলিও চালানো হয়নি । কাশ্মীরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি । কাশ্মীরে মুক্ত পরিবেশ বিরাজ করছে । সেখানে কোনও অশান্তি নেই ।”