ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির পর এবার জম্মু ও কাশ্মীরের আরও এক রাজনৈতিক নেতাকে জন নিরাপত্তা আইনে বন্দি করা হল। এর ফলে ফয়জলকে কমপক্ষে ৩ মাস এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় বিনা বিচারে বন্দি করে রাখা যাবে। গত ১৪ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা রদের পর থেকেই আটক করে রাখা হয়েছিল ফয়জলকে। এঁদের তিনজনকে ছাড়াও জন নিরাপত্তা আইনের আওতায় জম্মু ও কাশ্মীরে বন্দি করা হয় ফারুক আবদুল্লা, আলি মহম্মদ সাগর, নঈম আক্তার, সারতাজ মাদানি এবং হিলাল লোনকে।