দেশ

জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি

আজ ভোর থেকে জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার লাওদারা গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনীর। এদিন ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ,অভিযান চালিয়েছিল সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিস। জওয়ানদের এগোতে দেখে জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনীও। কয়েক ঘণ্টার টানা গুলির লড়াই শেষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র, গোলাগুলি। জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে টুইটারে জানিয়েছে পুলিস।