দেশ

জম্মু-কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

আমেরিকার পর ইউরোপীয় ইউনিয়ন। কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসে উঠেছে কাশ্মীর প্রসঙ্গ। কংগ্রেসের সদস্যরা যেমন জম্মু-কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন পালটা জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধিও। এবার কাশ্মীর সফরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আগামী মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন প্রতিনিধি জম্মু-কাশ্মীরের নানা অঞ্চলে ঘুরে দেখবেন। তার আগে সোমবার তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।