জেলা

জলপাইগুড়িতে দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু, বাসে আগুন

জলপাইগুড়ি: বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘিরে সাত সকালে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির মোহিতনগর এলাকা। প্রতিবাদে একের পর এক বাসে আগুন লাগিয়ে দেয় জনতা। পথ অবরোধও করা হয়। তার জেরে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার সকালে ভাইয়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে ২৭ডি নম্বর জাতীয় সড়কে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসের ধাক্কায় প্রাণ যায় এক ছাত্রীর। জখম হয় তার ভাই। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে RAF। একাধিক বাসে আগুন ও পথ অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবশ্য পুলিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসের চালক পলাতক। সরকারি বাসে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।