দেশ

জামিয়া গুলি কাণ্ডের পর দিল্লির ডিজি ও মুখ্য সচিবকে সমন পাঠাল নির্বাচন কমিশন

জামিয়া কাণ্ডের ঘটনার পরেই দিল্লির পুলিসের ডিজিকে সমন পাঠাল নির্বাচন কমিশন। সমন পাঠানো হয়েছে দিল্লির মুখ্য সচিবকেও। রাজ্যের আইন শৃঙ্খলায় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। সামনেই দিল্লিতে বিধানসভা ভোট। তারমধ্যে এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বৃহস্পতিবার সিএএ-র প্রতিবাদে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি চালায় এক যুবক। পুলিসের সামনেই গুলি চালায় ওই যুবক। পরে তাকে গ্রেফতার করে অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের গুলিতে আহত হয়েছে জামিয়ার এক ছাত্রও। তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।