দেশ

‘জামিয়া মিলিয়ায় বর্বরতা হয়েছে’, আইন প্রত্যাহার করুক কেন্দ্র, সোনিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে ১৪টি বিরোধী দল

নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হল কংগ্রেসের নেতৃত্বে ১৪টি বিরোধী দল। সোনিয়া গান্ধীর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে রাইসিনা হিলসে গিয়ে বিরোধী নেতারা স্পষ্ট জানিয়ে দেন, সরকার এই আইন প্রত্যাহার করুক। নাহলে দেশের পরিস্থিতি ভয়াবহ জায়গায় যাচ্ছে। সোনিয়া সহ বিরোধী নেতারা জানান, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের উপর যে ভাবে পুলিশ চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতা।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়ে বেরিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, “জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে চরম বর্বরতা দেখিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রীদের শৌচাগারে ঢুকে পেটানো হয়েছে পড়ুয়াদের।” সনিয়া আরও বলেন, “মোদি সরকার সাধারণ মানুষের কণ্ঠস্বর দমিয়ে দিতে চাইছে। এই সরকার কোনও সমালোচনা সহ্য করতে পারে না। দেশকে ধর্মের নামে ভাগ করতে চাইছে।”