বুধবার বিকেলে দিল্লির যমুনা নদীর পাড়ে সেই ছবিই ধরা পড়ল। বেছে বেছে ভাল কলাগুলি কুড়িয়ে খাচ্ছিলেন তাঁরা। ভিন রাজ্য থেকে দিল্লিতে কাজ করতে এসেছিলেন তাঁরা। গোটা দেশে লকডাউনের কারণে এখন বাড়িও ফিরতে পারছেন না। রোজগার নেই। খাবার জুটছে না। মাথার তলায় ছাদ পর্যন্ত নেই তাঁদের। তাই নিগমবোধ ঘাট সংলগ্ন এলাকার (সম্ভবত) শেষকৃত্যের কাজে ব্যবহার কলাগুলি খাচ্ছেন শ্রমিকরা। উত্তরপ্রদেশের আলিগড়ের এক পরিযায়ী শ্রমিকের কথায়, ‘আমরা নিয়মিত খাবার পাচ্ছি না, ফলে এগুলো নেওয়া ভাল।’ এটা একটা কোনও সাধারণ দৃশ্য নয়। যেটা প্রায়ই দেখা যায়, প্রকাশ্য রাস্তায় ঘুমাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। নিজেদের রাজ্যে ফিরতে হাঁটতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকদের একাংশ। রাজ্য সরকারের তরফে তাঁদের আটকানো হয় এবং আশ্রয় দেওয়া হয়। এই রকমই একটি আশ্রয়স্থলে রয়েছেন ৫৫ বছরের জগদীশ কুমার। তিনি রায়বেরিলির বাসিন্দা। পুলিশের থেকে আত্মগোপন করতে রাস্তায় শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, ‘দু’দিন পর গুরুদুয়ারে আমরা খাবার পেয়েছি।’