ঝাড়খণ্ড: ফের একবার মুসলিম যুবককে পিটিয়ে খুন। চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ১৮ ঘণ্টা ধরে বেধড়ক পেটানো হয় ওই যুবককে। এমনকি অভিযোগ, জোর করে যুবককে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্যও করা হয়। আর শেষপর্যন্ত ২২ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ২৪ বছরের তবরেজ আনসারি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খারসাওয়ান জেলায়। জানা গিয়েছে, পুনেতে দিনমজুরের কাজ করতেন তবরেজ। ঈদে পরিবারের সঙ্গে কাটাতে তিনি গ্রামে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর বিয়ের আয়োজন করেছিল পরিবার। এরপর ১৮ জুন ঘটে ওই ঘটনা। ওই দিন দু’জনের সঙ্গে জামশেদপুর যাচ্ছিলেন তবরেজ। কিন্তু ওই দু’জনের উদ্দেশ্য জানতেন না তিনি। পরে যখন বুঝতে পারেন, তখন অনেকটাই দেরি হয়ে যায়, দুই ব্যক্তি সুযোগ বুঝে পালিয়ে গেলেও উন্মত্ত জনতা তবরেজকে ধরে ফেলে। এরপরই চলে বেধড়ক মার। ইতিমধ্যে গণপিটুনির বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি তবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নৃশংসভাবে পেটাচ্ছেন।
https://www.facebook.com/aitmc.arup/videos/2399249680136463/?epa=SEARCH_BOX
এই ভিডিও সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ।