দেশ

‘টাকার লোভ দেখিয়ে লোক হাজির করা যায়’, ডোভালকে কটাক্ষ গুলাম নবি আজাদের

জম্মু-কাশ্মীরের শোপিয়ান উপত্যকায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল  স্থানীয় মানুষের সঙ্গে গতকাল কথা বলছেন, খাওয়াদাওয়া করছেন। এবার সেই ঘটনাকেই হাতিয়ার করে আক্রমণ শানাল কংগ্রেস। এক জাতীয় সংবাদমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় এলাকাবাসীর সঙ্গে কাশ্মীরের ভবিষ্যত তথা সরকারে পরিকল্পনা নিয়ে কথা

বুধবার কাশ্মীরীদের সঙ্গে অজিত ডোভাল

বলছেন তিনি। এলাকাবাসীর সঙ্গে রাস্তায় দাঁড়িয়েই দুপুরের খাবার খান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীরীদের আশ্বস্ত করে অজিত ডোভাল বলেন, সমস্ত ঠিক হয়ে যাবে। কাশ্মীরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কংগ্রেস নেতা  গুলাম নবি আজাদ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই কার্যকলাপকে আক্রমণ

বুধবার কাশ্মীরের রাস্তায় মধ্যাহ্নভোজ ডোভালের

করে বললেন,”টাকার লোভ দেখিয়ে লোক হাজির করা যায়।” গোলাম নবি আজাদের দাবি, স্থানীয় দু’একজন মানুষকে টাকার বিনিময়ে ভাড়া করেছে কেন্দ্রীয় সরকার। আসল চিত্রটা অন্য। তিনি আরও বলেন, কাশ্মীরই ভারতের প্রথম রাজ্য যেখানে কার্ফু জারি করে রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হল।