বিদেশ

ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন শেখ হাসিনা

নিউইয়র্ক: যখন ভারতের নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন তখন পিছিয়ে নেই বাংলাদেশের শেখ হাসিনা৷ তিনিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এক টেবিলে বসে মধ্যাহ্নভোজে অংশ নিলেন৷রাষ্ট্রসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় এবং পরে কিছুক্ষণ তারা আন্তরিকভাবে কথা বলেন।জাতিসংঘ সদর দফতরের নর্থ ডেলিগেটস লাউঞ্জের মধ্যাহ্নভোজে বিভিন্ন নেতারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে। সেখানে এক সময় ট্রাম্প এগিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রীরও কাছে। তখন তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ৷ পাশাপাশি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলসহ অন্যান্য নেতাদের সঙ্গে শেখ হাসিনাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পরে রাষ্ট্রসংঘের মহাসচিব নিজের টেবিলে শেখ হাসিনাকে নিয়ে বসেন। আন্তোনিও গুতেরেসের টেবিলে অন্যান্যদের মধ্যে খেতে বসেন ডোনাল্ড ট্রাম্প, আঙ্গেলা মার্কেল। ওই মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কি কথা হয়েছে তা জানতে চাওয়া হলে বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, তাদের মধ্যে আন্তরিক আলোচনা হয়েছে। এরচেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেন।