দেশ

ট্রাম্প ভারত সফরে আসতেই শেয়ার বাজারে ধস

বিজেপি-র রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ভারত সফরে এলে ভারতের কোনও লাভ হবে না। হলও তাই। মার্কিন প্রেসিডেন্ট ভারতে পা রাখতে চললেন আর সপ্তাহের শুরুতেই সোমবার বড় পতনের সঙ্গে খুলল শেয়ার বাজার। আজ সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ৪৫০ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স পড়তে পড়তে ৮২৪ পয়েন্ট গিয়ে দাঁড়ায়। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তাও সেনসেক্সের উপর প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের। আজ এশিয়ার সব বড় শেয়ারবাজার খোলে নিম্নমুখী গ্রাফে। সেই মতো ভারতের শেয়ারবাজার খুলতেই নামে চূড়ান্ত পতন শুরু হয় এবং যা শেষ হয় দিনের শেষে গিয়ে ৮২৮ পয়েন্টে।