জেলা

ট্রেন থেকে উদ্ধার ৫২৩টি কচ্ছপ, গ্রেপ্তার ২

ফের ট্রেন কচ্ছপ উদ্ধার। যার মধ্যে ২টি পিকক সফট সেল প্রজাতি ও ২টি গাঙ্গিও প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়। সব মিলিয়ে মোট কচ্ছপ ৫২৩ টি উদ্ধার হয়েছে। গ্রেফতার ২। ধৃতদের বাড়ি সুন্দরবন এলাকায়। উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ তল্লাশি চালায় দুটি স্টেশনে। কলকাতা স্টেশন ও নৈহাটি স্টেশনে। তারা সূত্র মারফত খবর পেয়ে শনিবার ভোরে এই দুটি স্টেশনে নজর রেখে ছিল। তাদের কাছে খবর ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস এ প্রচুর পরিমাণে  কচ্ছপ আসছে। তার মধ্যে কিছু মাল নৈহাটি স্টেশনে নামাবে আর বাকিটা কলকাতা স্টেশনে নামবে। সেই মতো দুটি স্টেশনে অফিসাররা ছিল। নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে বস্তায় ভরা কচ্ছপ নামাতেই সেখান থেকে কচ্ছপ উদ্ধার হয়। সেই ট্রেন কলকাতা স্টেশন ঢুকতেই ট্রেনে তল্লাশি চালানো হয়। তখন সিটের তলায় পাওয়া যায় প্রচুর ব্যাগ। সেই ব্যাগ খুলতেই তার মধ্যে বস্তায় ভরা কচ্ছপ উদ্ধার হয়। সেখান থেকে ২ জনকে ধরা হয়।