করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এই পরিস্থিতিতে আগামী রবিবার ১৪ ঘন্টার জন্য জনতা কার্ফুর ঢাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। হলিউডের পর এবার প্রত্যক্ষভাবে বলিউডে পড়ল করোনার থাবা। প্রথম বলিউড সেলিব্রিটি হিসাবে কোভিড ১৯-এ আক্রান্ত হলেন বেবি ডল-খ্যাত গায়িকা কনিকা কাপুর। ১০ দিন আগে লন্ডন থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি না মেনে অর্থাৎ কোয়ারেন্টাইনে না থেকে, লখনউয়ে মন্ত্রী-আমলার সঙ্গে পার্টি করলেন। বর্তমানে কনিকা লখনউয়ে আছেন বলে সূত্রের খবর। একটি সূত্রে জানা গিয়েছে যে নিজের ট্র্যাভেল হিস্টোরি এর আগে গোপন রেখেছিলেন তিনি। ইউকে থেকে ফিরে একটি পার্টিতেও গিয়েছিলেন বলে খবর। যার ফলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করার জায়গায় এখন তাঁর বিরুদ্ধে সরব হয়েছে সোশ্যাল
মিডিয়া। সাংবাদিক বরখা দত্ত সম্প্রতি ট্যুইট করে কণিকা কাপুর বিরুদ্ধে তিনি লেখেন, “এই ধরণের ক্রিমিনাল নেগ্লিজেন্স সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন মানসিকতার পরিচয় দেয়। লন্ডন থেকে ফেরার পর নিজেকে সম্পূর্ণ আলাদা রাখার কথা ছিল নিজেকে। তা না করে আপনি পার্টি করে এলেন এবং এক অনুষ্ঠানেও উপস্থাপনা করলেন। এর কারণে হাজারও মানুষের প্রাণ বিপদে ফেললেন আপনি। এর থেকে এটাই পরিষ্কার বোঝা যায় যে শিক্ষাও মানুষকে এই ধরণের পরিস্থিতিতে সাহায্য করতে পারে না।” বরখার পাশাপাশি বহু নেটিজেনরাই কণিকার বিরুদ্ধে সরব হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কণিকা সুস্থ হলেই তাঁকে হেফাজতে নেওয়ার কথাও দাবি করেছেন অসংখ্য মানুষ। তারকা হয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি গায়িকা। তাঁর গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।