জেলা

তক্ষক পাচারে পুলিশের জালে সাত পাচারকারী

হাওড়া: ফের বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচার চক্র। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বন্যপ্রাণী পাচার চক্রের সাত জন পাণ্ডাকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ওই দিন রাতে আগেভাগেই খবর পেয়ে স্থানীয় বঙ্গবাসী মোড়ে সাদা পোশাকে রেইকি করছিল হাওড়া সিটি পুলিশের একটি দল।ওই সময় স্থানীয় একটি পেট্রোল পাম্পে জড়ো হয় পাচার চক্রের পান্ডারা। তৎক্ষনাত ওই পাচারকারীদের গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করে তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,উদ্ধার হওয়া তক্ষকটির ওজন ১৮০ গ্রাম ও সেটি টেকোগেকো প্রজাতির।পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট সাত জনকে। আটক করা হয়েছে একটি স্করপিও গাড়িও। ধৃতদের নাম দীপক দাস (৪৮), রায়চৌধুরী (৩৬), রহিদুল শেখ (২৩), গৌরনিতাই হালদার (৩৭), আলাউদ্দিন শেখ (৫৩), রাহুল শেখ (১৯) ও অভয় মণ্ডল(৪৮)।জানা গিয়েছে, মূলত দৈর্ঘ্য এবং ওজনের উপরই নির্ভর করে তক্ষকের দাম দেওয়া হয় বাজারে। তক্ষকের ওজন বাড়াতে খাওয়ানো হয় সিদ্ধ ডিম। কখনও আবার হরমোন ইঞ্জেকশনও দেওয়া হয়। শীতের সময় একটু নির্জীব হয়ে পড়ে প্রাণীটি। সেই সময়ই ওই প্রাণীটিকে বাগে আনতে সমর্থ হয় পাচারকারীরা। ফলে বছরের শেষ দিকে শীতের সময়কে তক্ষক পাচারের উপযুক্ত সময় হিসাবে বেছে নেয় পাচারকারীরা।