জেলা

তৃণমূলের জেলা বৈঠকে নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর

তৃণমূলের জেলা বৈঠকে নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর। আজ দলের পশ্চিম মেদিনীপুরের নেতাদের তৃণমূল ভবনে তলব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে, আগাগোড়া হাজির ছিলেন, দলের নতুন রণনীতিকার। গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। লোকসভা ভোটের বিজেপির উত্থানের পরই প্রশান্তকে রণনীতিকার হিসেবে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদী থেকে নীতীশ কুমারের উপদেষ্টা হিসেবে কাজ করে ফেলেছেন প্রশান্ত। এবার ২০২১ সালের জয়কে নিশ্চিত করতে প্রশান্ত কিশোরের উপরেই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর। বালি খাদান থেকে টাকা তোলার অভিযোগে গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী, পুলিসের কাজে নাক গলানোর অভিযোগে নারায়ণগড়ের তৃণমূল নেতা সূর্য অট্ট, ধমক খেলেন নেত্রীর কাছে। মহম্মদ রফিককে কেশপুরে যেতে বারণ করা হয়। জেলায় দলের এক প্রাক্তন নেতা ও এক প্রাক্তন পুলিস কর্তার ওপর নির্ভর করে ক্ষতি হয়েছে। বৈঠকে মমতাকে শুভেন্দু অধিকারী এমনটা জানান বলে সূত্রের খবর। এরপরই নেত্রীর নির্দেশ, নেতাকর্মীদের পুলিসের ওপর নির্ভরতা কমাতে হবে। মানুষের কাছে না যাওয়ার জন্যই এই বিপর্যয়। দলীয় সূত্রে খবর, কোনও কথা না বলে সারাক্ষণ বৈঠকে থেকে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করেন প্রশান্ত কিশোর। অনেকেই বলছেন, রাজ্যের রাজনৈতিক অবস্থা বোঝার চেষ্টা করছেন নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর । খানিকটা ডাক্তার যেভাবে রোগীকে পর্যবেক্ষণে রাখেন তেমনই, পর্যবেক্ষণের পরই দাওয়াই দেবেন প্রশান্ত কিশোর।