থাইল্যান্ডে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেছে এক সেনা সদস্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাকরাপান্থ থোমা নামের জুনিয়র সেই সেনা কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান। এরপর তিনি শহরটির একটি মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন। পুলিশ জানিয়েছে, একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে পথচারীদের উপর হামলা করার আগে সেই সৈনিক ব্যারাক থেকে গাড়ি চুরি করেছিল, যা কোরাট নামেও পরিচিত।