দেশ

দলীয়কর্মী হত্যা ঘটনায় সমালোচনায় স্মৃতি ইরানি

ফের রাহুল গান্ধীকে বিঁধলেন অমেঠির নতুন সাংসদ স্মৃতি ইরানি। রাহুলের নাম না করে স্মৃতি বলেছেন, ভোটের ফলের দিনই তাঁকে একজন বলেছিলেন ভালোভাবে অমেঠির খেয়াল রাখতে। তিনি সেই বার্তা মনে রেখেছেন এবং সেটাই খুব ভালোভাবে করছেন বলে জানিয়েছেন স্মৃতি। রাহুল ওকথা বলে তাঁকে অমেঠিতে আগামী দিনে হতে চলা গন্ডগোলের ব্যাপারেই হঁশিয়ারি দিয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছেন স্মৃতি। কংগ্রেসের নাম না করেই তাঁর অভিযোগ, ‘‌অমেঠির বাসিন্দাদের আতঙ্কিত করতেই এই হত্যা। অমেঠির প্রতিটি বাড়িতে সুরেন্দ্র স্মৃতিতে উন্নয়ন পৌঁছবে।’‌ খুনিদের শাস্তি দিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে জানিয়েছেন স্মৃতি।