দেশ

দাম কমল রান্নার গ্যাসের

গত মাসের গোড়াতেই দাম কমেছিল রান্নার গ্যাসের। ফের আগস্টের প্রথম দিনেই দাম কমল রান্নার গ্যাসের। ভর্তুকিহীন ১৪.‌২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ৬২.‌৫০ টাকা কমেছে। ১ আগস্ট থেকেই নতুন দাম কার্যকর হল। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় রান্নার গ্যাসের দাম কমেছে। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.‌৫০ টাকা। বুধবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ফের রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তিতে মধ্যবিত্তরা। জুলাই মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০.‌৫০ টাকা কমেছিল। ৭৩৭.‌৫০ টাকা থেকে কমে ৬৩৭ টাকা হয়েছিল। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছিল প্রায় ১৪২.‌৬৫ টাকা। আমজনতাকে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হত ৪৯৪.‌৩৫ টাকা। অবশ্য ১ জুন থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছিল।